ঘরের মাঠে আরও একবার দুর্দান্ত বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ফরম্যাটে অধরা জয়টা পেয়েছে সিরিজের প্রথম ম্যাচে। এবার সিরিজ নিশ্চিতের বড় পরীক্ষা বাংলাদেশ দলের সামনে। সবশেষ ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সাফল্য এসেছিল টাইগারদের। সেটাও এই মিরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে। সেই হিসেবে বাংলাদেশের সামনে আজ ১০ বছরের পুরাতন স্মৃতি ফেরানোর হাতছানি। সিরিজ নিশ্চিতের ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম ম্যাচটায় বাংলাদেশ জয় পেয়েছিল বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সের কল্যাণে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানরা পাকিস্তানের ব্যাটারদের কড়া পরীক্ষাই নিয়েছিলেন। সেটাই জয়ের ভিত গড়ে দিয়েছিল পুরোপুরি। ব্যাট হাতে বাকি কাজটা শেষ করেছিলেন পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়রা। দ্বিতীয় ম্যাচেও এমনই একটা দলগত পারফরম্যান্সই সবার কাছ থেকে চাইবেন অধিনায়ক লিটন কুমার দাস।
সিরিজের দ্বিতীয় ম্যাচের আগেও পূর্ণ শক্তির দলই পাচ্ছেন কোচ ফিল সিমন্স। অধিনায়ক লিটন এই ম্যাচ দিয়েই স্পর্শ করতে পারেন মাইলফলক। মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের পর তৃতীয় বাংলাদেশি অধিনায়ক হিসেবে টানা দুই টি-টোয়েন্টি সিরিজ জেতার সুযোগ তার সামনে। এখন পর্যন্ত নেতৃত্বের প্রশ্নে পাস মার্ক পাওয়া লিটন আজকের ম্যাচে নিশ্চিতভাবেই জয় পেতে চাইবেন।
সাদা বলের ক্রিকেটে বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ জয় পেয়েছিল ১০ বছর আগে। ওয়ানডে ফরম্যাটে দুই দল এর মাঝে দ্বিপাক্ষিক সিরিজ না খেললেও টি-টোয়েন্টিতে একে অন্যের চেনা প্রতিপক্ষ। আর তাতে বাংলাদেশের সুখস্মৃতি অনেকটাই সীমিত। মিরপুরের সবুজ গালিচায় বাংলাদেশের সামনে আজ অবশ্য পুরাতন সেসব পরিসংখ্যান বদলে দেয়ার সুযোগ। সেটা লিটন-মেহেদিরা কতটা কাজে লাগাতে পারেন, তা সময়ই বলে দেবে।