ইংল্যান্ড টেস্ট সিরিজ: ইনজুরিতে বেকায়দায় ভারত

ভারতের টেস্ট ক্রিকেট দলের একাংশ
ক্রিকেট
এখন মাঠে
0

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ টেস্টের আগে ক্রমেই বড় হচ্ছে ভারতের ইনজুরির তালিকা। কাল বুধবার (২৩ জুলাই) থেকে শুরু হতে যাওয়া ম্যানচেস্টার টেস্টের আগে দলে অন্তত ৪ জন আছেন ইনজুরি সমস্যায়।

ইনজুরির কারণে নীতিশ কুমার রেড্ডীর পুরো সিরিজে আর মাঠে ফেরারই সম্ভাবনা নেই। দুই পেসার আর্শদীপ সিং এবং আকাশ দীপ ম্যানচেস্টার টেস্টে থাকছেন না সেটাও অনেকটাই নিশ্চিত। 

লম্বা ইনজুরি তালিকার মাঝে স্কোয়াডে ডাক পেয়েছেন তরুণ পেসার আনশুল কম্বোজ। ৫ ম্যাচের এ সিরিজে এরই মধ্যে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ইংল্যান্ড। 

শিরোপা স্বপ্ন টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই সফরকারী ভারতের সামনে। ইনজুরি আছে ইংল্যান্ড দলেও। স্পিনার শোয়েব বশির ছিটকে গিয়েছেন আঙুলের ইনজুরির কারণে। তার বদলে স্কোয়াডে এসেছেন লিয়াম ডসন।

এসএইচ