ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে এদিন শুরু থেকেই সাবধানে খেলতে থাকেন ভারতীয় দুই ওপেনার জযশ্বী জয়োসওয়াল ও লোকেশ রাহুল। ওপেনিং জুটিতে ৯৪ রান আসে এই দুজনের ব্যাট থেকে।
৪৬ রানে লোকেশ রাহুল আউট হলে জয়োসওয়ালও ২৬ রান যোগ করেই প্যাভিলিয়নে ফেরেন ব্যক্তিগত ৫৮ রান করে। এরপর অধিনায়ক শুভমান গিলও নামের প্রতি সুবিচার করতে পারেননি, আউট হন ব্যক্তিগত ১২ রান করে।
১৪০ রানে ৩ উইকেট হারালে খানিকটা বিপাকেই পড়ে সফরকারীরা। তবে সুদর্শনের সাথে দলকে এগিয়ে নিতে থাকেন রিশভ পান্ত। রিটার্ড হার্ট হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে পান্ত করেন ৩৭ রান।
এরপর অবশ্য সুদর্শনও ফেরেন ৬১ রানের মাথায়। ৫ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ এ এগিয়ে রয়েছে ইংল্যান্ড।