বন্ধু নির্বাচনে সতর্ক হওয়ার পরামর্শ তাসকিনের

বগুড়ায় গিয়েছিলেন তাসকিন আহমেদ, পাশে দাঁড়ানো অভিনেত্রী কেয়া পায়েল
ক্রিকেট
এখন মাঠে
1

বাংলাদেশ দলের পেসার ঢাকা এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদকে নিয়ে বন্ধুদের অভিযোগ ইস্যুতে কিছুটা হলেও মনক্ষুণ্ন থাকার কথা দেশের ক্রিকেট ভক্তদের। তবে খুশির খবর, সব আশঙ্কা কেটে গেছে। তাসকিনও দিয়েছেন সুখবর, ভক্তদের জানিয়েছেন এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার আশার কথা। সেই সঙ্গে বন্ধু নির্বাচনে সতর্ক হওয়ার পরামর্শও দিয়েছেন নিজের ভক্ত-সমর্থকদের।

তাসকিন ইস্যুতে দেশের ক্রিকেটে যেন নতুন করে আলোচনার ঝড় উঠেছিল। তবে সবকিছু এখন শান্ত। আঁধার কেটে গেছে, কেটে গেছে শঙ্কা। তাসকিনের বিরুদ্ধে করা অভিযোগ উঠিয়ে নিয়েছেন তার বন্ধুরা। তাসকিন করছেন স্বাভাবিক জীবন-যাপন।

গতকাল বৃহস্পতিবার (৩১ জুলাই) এক শো-রুম উদ্বোধনে তাসকিন গিয়েছেন বগুড়ায়। সেখানে দেশের মানুষকে নিজের আশার কথা বলেছেন এই স্পিডস্টার। সামনে এশিয়া কাপ, আর সেখানে দল ও নিজের লক্ষ্যের কথা জানিয়েছেন ঢাকা এক্সপ্রেস।

তাসকিন আহমেদ বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া আমার স্বপ্ন। টি-টোয়েন্টি ক্রিকেটে অনেক অনিশ্চয়তা থাকে। হংকংয়ের সঙ্গেও লড়াই কঠিন হবে। ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা এগুলো সবই এশিয়ার অনেক ভালো দল। অবশ্যই সহজ হবে না, তবে লাস্ট দুইটা সিরিজ আপনারা দেখেছেন যে, আমরা জিতেছি, ভালো অবস্থায় আছি।’ 

ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে শিক্ষা নিয়েছেন তাসকিন। নিজের ভক্তদের বলেছেন বন্ধু নির্বাচনে সতর্ক থাকতে।

তাসকিন বলেন, ‘বিসিবি আমাদের অভিভাবক। তারা আমার সঙ্গে যোগাযোগ করেছে। আমার সঙ্গে যে বিষয়টি ঘটেছে তা দুঃখজনক। ওরা আমার ছোটবেলার বন্ধু ছিল। আমি আসলে তাদের কাছে এটা কখনোই আশা করিনি। তবে আমার এ বিষয়টি থেকে আগামী প্রজন্ম একটা শিক্ষা পাবে যে, বন্ধু নির্বাচনে কতটা সতর্ক হতে হবে।’

সবকিছু ঠিক থাকলে এশিয়া কাপের অন্যতম সদস্য হিসেবে দলের সাথে যাবেন তাসকিন আহমেদ। নিজের সেরা প্রস্তুতিতে সেরা ফিট তাসকিনকে পাওয়া যাবে— এশিয়ার সেরা হওয়ার মঞ্চে এমনটাই প্রত্যাশা ভক্তদের।

এসএইচ