দলীয় মাত্র ১০ রানের মাথায় ৯ বলে ২ রান করে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন জাওসয়াল। এরপর লোকেশ রাহুলও মাত্র ১৪ রান করে আউট হন, দলের রান তখন ৩৮। শুভমান গিল এদিনও নিজের প্রথম ইনিংস বড় করতে পারেননি। ৩৫ বলে ২১ রানে সাজঘরে ফিরতে হয় তাকে। ৮৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ভারত।
এরপর সাঁই সুদর্শন প্যাভিলিয়নে ফেরেন ৩৮ রান করে । আগের ম্যাচে সেঞ্চুরি পাওয়া রবীন্দ্র জাদেজাও আউট হন ব্যক্তিগত ৯ রানের মাথায়।
গাস অ্যাটকিনসনের বলে ক্যাচ তুলে ১৯ রান করে ফেরেন ধ্রুব জুরেল। তবে দিনের শেষ দিকে সুন্দরকে নিয়ে নায়ার আর কোনো ভুল করেননি। ভারতও হারায়নি উইকেট। প্রথম দিনে ৫২ রানে অপরাজিত আছেন নায়ার।