হারারে স্পোর্টস ক্লাব মাঠে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। পেসার ইকবাল হোসেন ইমন ২৭ রান দিয়ে নেন ৪ উইকেট। জোড়া উইকেট শিকার করেন সানজিদ মজুমদার এবং স্বাধীন ইসলাম।
আরও পড়ুন:
স্বাগতিকদের ইনিংস শেষ হয় ৮৯ রানে। জবাবে ব্যাট করতে নেমে শুরুতে রিফাত বেগের উইকেট হারালেও সাবলীলভাবেই ব্যাট চালিয়েছেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম।
কালাম সিদ্দিকী এবং রিজান হোসেনের সঙ্গে জুটি গড়ে দলকে এনে দেন ৮ উইকেটের জয়। এ জয়ের পর ত্রিদেশীয় সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালও নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।