আজ থেকে এশিয়া কাপের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন
ক্রিকেট
এখন মাঠে
0

নেদারল্যান্ডস এবং এশিয়া কাপের প্রস্তুতি হিসেবে আজ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে ছুটি শেষ হলেও ফিটনেস ট্রেনিংয়ে যোগ দেননি অধিনায়ক লিটন দাস, তাসকিন আহমেদ ও মেহেদী মিরাজ। এশিয়া কাপের প্রাথমিক দলে থাকলেও অস্ট্রেলিয়া টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে শিরোপা জিতে নিজের জায়গা পাকাপোক্ত করতে চান নুরুল হাসান সোহান।

আর মাত্র ৩৬ দিন পর শুরু এশিয়া মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই। ৮ দল নিয়ে অনুষ্ঠেয় এবারের আসরে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় নিজেদের প্রস্তুত করতে আজ থেকে অনুশীলন ক্যাম্প শুরু করেছেন নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদরা। সকাল সকাল মিরপুরের হোম অব ক্রিকেটে ফিটনেস পরীক্ষা দেন তানজিদ তামিম, সাইফুদ্দিন, সৌম্য সরকার।

এর আগেও, এই আসরে তিনবার রানার্সআপ হওয়ার অভিজ্ঞতা রয়েছে মুশফিক-শান্তদের। তবে নিজেরদের ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন হয়নি লাল সবুজের প্রতিনিধিদের। যে কারণে সেরাদের থেকে সেরা ক্রিকেটারকে বেছে নেয়ার পরিকল্পনা বিসিবির। এজন্য অবশ্য এশিয়া কাপের আগে ক্রিকেটারদের ধাপে ধাপে পরীক্ষা নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:

নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং এশিয়া কাপের জন্য ঘোষিত প্রাথমিক দলে ৫ ক্রিকেটার খেলবেন চলতি মাসে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। যেখানে নিজের সেরাটা দিয়ে এশিয়া কাপের মূল দলে থাকার লক্ষ্য সোহানের।

বাংলাদেশ এ দলের অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, ‘আমার কাছে মনে যেখানে খেলছি, সেখানে ভালো করার চেষ্টা করছি। সেই জায়গা থেকে নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি। বাংলাদেশ দলের হয়ে খেলা গর্বের বিষয়। অবশ্যই যদি সুযোগ পায় নিজের সেরাটা দেয়ার চেষ্টা করবো।’

তবে এশিয়া কাপে নিজের জায়গা নিশ্চিতের আগেও বড় দায়িত্ব সোহানের কাঁধে। এই টুর্নামেন্ট এর আগেও বাংলাদেশ খেললে খুব বড় কোনো সাফল্য নেই। এইবার অস্ট্রেলিয়া থেকে টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজের শিরোপা উড়িয়ে আনায় পরিকল্পনা দলের জানিয়েছেন সোহান।

সোহান বলেন, ‘আমার সম্পূর্ণ ফোকাস মাঠেই। আমার কাজ মাঠে খেলা। অবশ্যই নিজের জায়গা থেকে ১০০ শতাংশ দেয়ার চেষ্টা করি। হয়তো কোনো সময় হয় আবার কোনো সময় হয় না।’

৭ এবং ৮ আগস্ট দুই ভাগে বিভক্ত হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশ্য দেশ ছাড়বেন ইয়াসির রাব্বি,অঙ্কন, সাইফরা।

সেজু