তিনে নামা কেসি কার্টিও পেয়েছেন রানের দেখা। তবে মিডল অর্ডার আর লোয়ার মিডল অর্ডার থেকে পর্যাপ্ত রান পায়নি ওয়েস্ট ইন্ডিজ।
রস্টন চেজের ৫৩ এবং গুদাকেশ মোতির ৩১ রানের ইনিংস দলীয় সংগ্রহ নিয়ে যায় ২৮০ পর্যন্ত। পাকিস্তানের হয়ে শাহীন আফ্রিদি ৪টি এবং নাসিম শাহ ৩ উইকেট শিকার করেন।
জবাবে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ানের ফিফটি ও বাবর আজমের ৪৭ রানে বেশ উড়ন্ত সূচনা পায় পাকিস্তান। শেষদিকে হাসান নাওয়াজের ৬৩ রানের ইনিংস নিশ্চিত করে সফরকারীদের জয়।