সবশেষ ইংল্যান্ড সিরিজেও পুরো ৫ ম্যাচ খেলা হয়নি তার। পিঠের পুরাতন চোট ফিরে আসার শঙ্কায় ২ ম্যাচে বিশ্রামে রাখা হয়েছিল বুমরাহকে। বিশেষ করে ৫ম টেস্টের আগে তিনি সত্যিই ফিট কি না তা নিয়ে ছিল সংশয়।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিও বুমরাহ মিস করেছিলেন। এসব কিছু বিবেচনায় রেখেই এই পেসারকে নিয়ে বাড়তি ভাবনায় ছিল ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই।
তবে বুমরাহ নিজেই জানিয়েছেন, সেপ্টেম্বরের এশিয়া কাপের জন্য অনেকটাই সেরে উঠেছেন তিনি। এশিয়া কাপ খেলতে নির্বাচকদের কাছেও জানিয়েছেন আর্জি। অবশ্য এই বিষয়ে পূর্ণাঙ্গ সিদ্ধান্ত আসবে আগামী সপ্তাহে।