বিশ্বকাপ মানেই টান টান উত্তেজনা। ক্রিকেট পাগল জাতির আনন্দের এক উপলক্ষ। টি-টোয়েন্টির যুগে ওয়ানডে ফরম্যাটে কিছুটা ছেদ পড়লেও এখনো ৫০ ওভারের বিশ্বকাপ মানে এক গৌরবগাঁথা। ক্রিকেট মাঠে বিশ্বসেরা ক্রিকেট দলগুলোর এক উৎসবমুখর লড়াই।
২০২৭ ওয়ানডে বিশ্বকাপে মোট ম্যাচ হবে ৫৪টা। এর মাঝে ৪৪টা ম্যাচ হবে দক্ষিণ আফ্রিকায়। সেখানকার আট মাঠ জোহানেসবার্গ, প্রিটোরিয়া, কেপ টাউন, ডারবান, কেবেরহা, ব্লুমফনটেন, ইস্ট লন্ডন ও পার্ল হবে বিশ্বকাপ। এই আটটা মাঠে মোট হবে ৪৪টা ম্যাচ। বিশ্বকাপের সূচি ঘোষণা হবে প্রতিযোগিতার আগে। বাকি ১০টা ম্যাচ হবে নামিবিয়া ও জিম্বাবুয়েতে।
২০০৯ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। এরআগে ২০০৩ সালের একদিনের বিশ্বকাপ ও ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল তারা।
সর্বশেষ ২০২৩ সালে ভারতের মাটিতে হয়েছে এক দিনের বিশ্বকাপ। ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকা ছিল সেমিফাইনালিস্ট। এখন পর্যন্ত একবারও বিশ্বকাপ জিততে পারেনি প্রোটিয়ারা। সাদা বলে ২০২৭ সালে নিজেদের দেশে বিশ্বসেরা হওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা।