নারী বিশ্বকাপের ম্যাচ ভেন্যু পরিবর্তন আইসিসির

বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়াম
ক্রিকেট
এখন মাঠে
0

আগে থেকেই শঙ্কা ছিল, এবার পরিবর্তন হলো নারী বিশ্বকাপের ম্যাচের ভেন্যু। বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামের পরিবর্তে নতুন ভেন্যু হিসেবে নাভি মুম্বাইয়ের নাম ঘোষণা করেছে আইসিসি।

আরও পড়ুন:

নতুন সূচি অনুযায়ী ৩০ সেপ্টেম্বর গৌহাটিতে ভারত-শ্রীলংকার ম্যাচ দিয়ে শুরু হবে নারীদের বিশ্বকাপ। তাই লিগ পর্বের তিন ম্যাচের ভেন্যু পরিবর্তন হয়েছে। এরমধ্যে বাংলাদেশেরই আছে দুই ম্যাচ।

২০ অক্টোবর শ্রীলংকা ও বাংলাদেশের নারীদের মধ্যকার ম্যাচ হবে নাভি মুম্বাইয়ে। এবং ২৬ অক্টোবর এই মাঠেই ভারতের বিপক্ষে নামবে বাঘিনীরা। নাভি মুম্বাই বাদে নারী বিশ্বকাপ আয়োজন করা বাকি ভেন্যুগুলো হলো গৌহাটি, বিশাখাপাটনাম, ইন্দোর এবং কলোম্বো।

এএইচ