নেদারল্যান্ডস সিরিজ: জয়ের ধারা ধরে রাখতে চান লিটন, হাল ছাড়ছেন না স্কট এডওয়ার্ডস

অনুশীলন ম্যাচ খেলছেন বাংলাদেশ ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

আসন্ন নেদারল্যান্ডস সিরিজেও সাফল্যের ধারা অব্যাহত রাখতে চায় বাংলাদেশ। তিন ম্যাচ টি টুয়েন্টি সিরিজ শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন টাইগার ক্যাপ্টেন লিটন দাস। আর নিজেদের মাটিতে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ হলেও সিরিজ জয়ের জন্যই খেলবে নেদারল্যান্ডস জানিয়েছেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। তবে বৃষ্টির কারণে অনুশীলনে ব্যাঘাত ঘটায় দু’দলের অধিনায়কের কণ্ঠেই ঝরেছে হতাশা।

পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর, প্রত্যাশার পারদ যখন ঊর্ধ্বমুখী তখন নিজেদের থেকে অপেক্ষাকৃত দুর্বল নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ জয় যেন সময়ের দাবি। তবে ডাচ সিরিজকে লিটন দেখছেন এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে।

লিটন দাস বলেন, ‘যেকোনো ম্যাচ আমরা খেলবো জেতার জন্য। আমাদের হাতে খুব বেশি সময় নেই সামনেই আমাদের এশিয়া কাপ। এশিয়া কাপের জন্য এ ম্যাচটি খুবই ভালো একটি সিরিজ হবে। আমরা আশা করছি ভালো কিছু নিয়ে যেতে পারবো এ ম্যাচ থেকে।’

সিলেটের উইকেটের প্রশংসা করে টাইগার দলপতি জানান, ইন্টারন্যাশনাল অন্যান্য স্টেডিয়ামের মত সকল ফ্যাসিলিটি থাকা সিলেটের আদর্শ উইকেটে পাওয়ার হিটিংয়ে ভালো করতে চান তারা। এবার পাওয়ার হিটিং কোচ, জুলিয়ান উডের নতুন মন্ত্রে উজ্জীবিত টাইগার শিবিরে চার ছয়ের ফুলঝুরিতে বড় স্কোর করার প্রত্যাশা লিটন দাসের

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘প্র্যাকটিসের সময় আমরা নতুন কিছু পেয়েছি। নেদারল্যান্ডস সিরিজ থেকেই বোঝা যাবে বাংলাদেশ কতখানি ডেভেলপ করেছে।’

এদিকে টিম টাইগারকে রঙিন পোষাকে আগে হারিয়েছে ডাচরা। সেই অভিজ্ঞতা এবার ও কাজে লাগাতে চায় নেদারল্যান্ডস দল। দেশের মাটিতে বাংলাদেশ বড় প্রতিপক্ষ হলেও বাংলাদেশকে হারানো স্বপ্ন দেখেন ডাচ অধিনায়ক স্কট এওয়ার্ডস।

এদিকে গতকাল প্র্যাকটিস ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে চোট পান ওপেনার পারভেজ ইমন, সে বিষয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও, এখনো ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে কিছুই নিশ্চিত করা হয়নি বাংলাদেশ দলের পক্ষ থেকে।

তবে ব্যাট বলের লড়াই ছাপিয়ে বৃষ্টির শহর সিলেটে বৃষ্টিই বড় প্রতিপক্ষ হয়ে ওঠে কিনা এমন প্রশ্ন এখন সবার মনে

এফএস