ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগে নামিবিয়া ও স্কটল্যান্ডের ম্যাচ পরিত্যক্ত

টুর্নামেন্ট ও আইসিসির লোগো
ক্রিকেট
এখন মাঠে
0

ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ তে মাঠ খেলার অনুপযোগী থাকায় ও স্যাঁতস্যাঁতে জায়গায় আগুন লাগিয়েও পিচ ঠিক করতে পারেনি গ্রাউন্ড স্টাফরা। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ-২ তে একটি বলও মাঠে না গড়িয়ে পরিত্যক্ত হয়েছে নামিবিয়া ও স্কটল্যান্ডের ম্যাচ।

প্রথমে বৃষ্টির কারণে দেরিতে হয় টস। এরপর কয়েকবার করা হয় পিচ পরিদর্শন। কিন্তু মাঠের বেশ কয়েকটি জায়গা স্যাঁতস্যাঁতে হওয়ায় স্থানীয় মাঠকর্মীরা পিচে আগুন ধরিয়ে দেন।

কিন্তু অদ্ভুত এ পন্থা অবলম্বন করলেও খেলার অনুপযোগী থাকে মাঠ। শেষ পর্যন্ত পরিত্যক্ত হয় খেলা।

আগামী ৪ সেপ্টেম্বর স্বাগতিক কানাডার মুখোমুখি হবে স্কটল্যান্ড। গেল বুধবার টুর্নামেন্টের প্রথম ম্যাচে কানাডাকে ৫ উইকেটে হারায় নামিবিয়া।

সেজু