দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সবোর্চ্চ ৩৪২ রানে ব্যবধানে জয়ের রেকর্ড ইংল্যান্ডের

দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ড
ক্রিকেট
এখন মাঠে
0

তৃতীয় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকাকে ৩৪২ রানে হারিয়ে সবোর্চ্চ রানের ব্যবধানে জয়ের রেকর্ড গড়লো ইংল্যান্ড। যদিও প্রথম দুই ম্যাচে জয় নিয়ে আগেই সিরিজ নিশ্চিত করে রেখেছিল টেম্বা বাভুমার দল।

প্রথমে ব্যাট করে জো রুটের ৯৬ বলে ১০০ ও জ্যাকব বেথেলের ৮২ বলে ১১০ রানের ওপর ভর করে পাঁচ উইকেট হারিয়ে ৪১৪ রান করে ইংল্যান্ড। ওপেনার জেমি স্মিথ ৬২, বেন ডাকেট করেন ৩২ রান।

আরও পড়ুন:

জস বাটলার ও উইল জ্যাকস অপরাজিত ছিলেন যথাক্রমে ৩২ বলে ৬২ ও ৮ বলে ১৯ রান করে।

৪১৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারই ক্রিজে থিতু হতে পারেননি। নিয়মিত বিরতিতে মাত্র ২০ ওভার ৫ বলেই সবকটি উইকেট হারায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকা তুলতে পারে মাত্র ৭২ রান।

এসএস