ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে জায়গা পেলেন কারান

স্যাম কারান
ক্রিকেট
এখন মাঠে
0

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে ডাক পেয়েছেন স্যাম কারান। অন্যদিকে বাজে পারফরম্যান্সের কারণে আরও এক সপ্তাহ বিশ্রামে রাখা হয়েছে ওপেনার বেন ডাকেটকে।

এ বছর এখন পর্যন্ত ইংল্যান্ডের হয়ে কোনো ফরম্যাটেই খেলার সুযোগ পাননি স্যাম কারান। এমনকি ব্রেন্ডন ম্যাককালামের অধীনেও কোনো ম্যাচ খেলেননি ইংলিশ এ অলরাউন্ডার। 

তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছেন তিনি। টি-টোয়েন্টি ব্লাস্ট ও দ্যা হান্ড্রেড টুর্নামেন্টে ২৪ ম্যাচে ১৫৪ স্ট্রাইকরেটে ৬০৩ রান করেছেন কারান। বল হাতে নিয়েছেন ৩৩টি উইকেট।

আরও পড়ুন:

স্যাম কারানকে দলে নেয়ায় ইংল্যান্ড এখন দল সাজাতে আরও বেশি ভারসাম্য পাবে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটিতে অধিনায়কের দায়িত্বে থাকবেন হ্যারি ব্রুক। এদিকে ফর্মহীনতার কারণে আরও একবার দলের বাইরে সব ফরম্যাটের ওপেনার বেন ডাকেট।

এসএইচ