এশিয়া কাপ: পাঁচবার হোঁচট খাওয়া হংকং কি এবার পারবে চমক দেখাতে!

হংকং ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

এশিয়া কাপ হংকংয়ের কাছে নতুন কিছু নয়। টুর্নামেন্টটিতে ৫ বার খেলেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে দলটিকে। এবার কী নতুন কোনো চমক দেখানোর অপেক্ষায় তারা?

গত বছর এসিসি মেনস প্রিমিয়ার কাপে নেপালকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে হারিয়ে এশিয়া কাপে জায়গা করে নেয় হংকং। তারপর থেকেই দলে আসে বেশকিছু রদবদল, বিশেষ করে নেতৃত্বে।

নিজাকত খানের জায়গায় ইয়াসিম মুর্তজাকে অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। প্রধান কোচ করা হয়েছে শ্রীলঙ্কান সাবেক ব্যাটার কৌশাল সিলভাকে।

আরও পড়ুন:

এশিয়া কাপে হংকংয়ের সাফল্যের সজ্ঞা হবে আলাদা। দুই-এক ম্যাচে বড় দলকে হারানোর লক্ষ্য নিয়েই এশিয়া কাপে এসেছে তারা। 

তবে ইয়াসিম মুর্তজার দলটির কাছে প্রথম রাউন্ড পার করা হবে ইতিহাস। যদি এবার তারা তা করতে পারে তাহলে হংকংয়ের ক্রিকেট ভিন্ন এক উচ্চতায় পৌঁছাবে।

এসএইচ