এশিয়া কাপে ওমানের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান

পাকিস্তান ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করতে যাচ্ছে পাকিস্তান। দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়।

ত্রিদেশীয় সিরিজ জয় করে এশিয়া কাপে এসেছে পাকিস্তান। ওমানের সঙ্গে দুবাইয়ের এ ম্যাচটি সালমান আঘার দলের জন্য হতে পারে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে বড় প্রস্তুতি মঞ্চ। (রোববার, ১৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে লড়াইয়ে নামার আগে দুবাইয়ের কন্ডিশন বোঝারও একটি সুযোগ থাকবে পাকিস্তানের কাছে।

আরও পড়ুন:

অন্যদিকে ওমানের জন্য এ ম্যাচটি হতে পারে নতুন অভিজ্ঞতা। প্রথমবার এশিয়া কাপে খেলতে এসে আসরটির ফেবারিট দলের সঙ্গে খেলা হবে বড় চ্যালেঞ্জ।

বেতন ইস্যুতে অনেক অভিজ্ঞ ক্রিকেটারই দলে নেই। সাম্প্রতিক ফর্মও ভালো নেই ওমানের। ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ বারের মতো টি-টোয়েন্টি ম্যাচ খেলে দলটি। যেখানে তিন ম্যাচই হেরেছে ওমান।

এফএস