টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের, স্কোয়াডে নেই শান্ত–জাকের

বাংলাদেশ ক্রিকেট দল
ক্রিকেট
এখন মাঠে
0

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (রোববার, ৪ জানুয়ারি) ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। তবে ঘোষিত স্কোয়াডে জায়গা হয়নি নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের।

ঘোষিত দলে অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস, আর সহ-অধিনায়ক করা হয়েছে সাইফ হাসানকে।

আরও পড়ুন:

বাংলাদেশের টি–টোয়েন্টি বিশ্বকাপের দলে যারা আছেন ও যারা বাদ পড়লেন (In and Out)

দলটিতে ভারসাম্য বজায় রাখতে ৭ জন ব্যাটসম্যান, ৩ জন স্পিনার এবং ৫ জন পেসার রাখা হয়েছে।

এছাড়া, বাংলাদেশ দলের স্কোয়াডে রয়েছেন লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম।

এদিকে, ভারতে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনও কাটেনি। মোস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের লিগ পর্বের চারটি ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে আলোচনা চললেও এর মধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো বিসিবি।

আরও পড়ুন:

বিশ্বকাপের সূচি ও গ্রুপ পর্ব (World Cup Schedule)

২০ দলের এই মহাযুদ্ধে বাংলাদেশ খেলছে ‘সি’ গ্রুপে। যেখানে টাইগারদের প্রতিপক্ষ হিসেবে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও নেপাল।

উদ্বোধনী ম্যাচ: ৭ ফেব্রুয়ারি কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসর শুরু করবে বাংলাদেশ।

ভেন্যু: গ্রুপ পর্বের চারটি ম্যাচের মধ্যে তিনটিই হবে কলকাতায় এবং একটি মুম্বাইয়ে।

আরও পড়ুন:

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলের ১৫ সদস্যের স্কোয়াড এবং পূর্ণাঙ্গ সূচি নিচে দেওয়া হলো:

বাংলাদেশ বিশ্বকাপ স্কোয়াড ২০২৬

ক্রমখেলোয়াড়ের নামভূমিকা (Role)
লিটন দাসঅধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটার
সাইফ হাসানসহ-অধিনায়ক ও টপ অর্ডার ব্যাটার
তানজিদ হাসান তামিমওপেনিং ব্যাটার
পারভেজ হোসেন ইমনটপ অর্ডার ব্যাটার
তাওহীদ হৃদয়মিডল অর্ডার ব্যাটার
শামীম হোসেন পাটোয়ারীহার্ডহিটিং ব্যাটার/ফিনিশার
নুরুল হাসান সোহানউইকেটরক্ষক ব্যাটার
শেখ মেহেদী হাসানস্পিনিং অলরাউন্ডার
রিশাদ হোসেনলেগ স্পিনার
১০নাসুম আহমেদবাঁহাতি স্পিনার
১১মুস্তাফিজুর রহমানবাঁহাতি পেসার
১২তানজিম হাসান সাকিবডানহাতি পেসার
১৩তাসকিন আহমেদডানহাতি ফাস্ট বোলার
১৪মোহাম্মদ সাইফউদ্দিনপেস বোলিং অলরাউন্ডার
১৫শরিফুল ইসলামবাঁহাতি ফাস্ট বোলার

আরও পড়ুন:

ইএ