বিশ্বকাপে বাংলাদেশের সব ম্যাচ শ্রীলঙ্কায় হলেও সমস্যা নেই: নান্নু

মিনহাজুল আবেদীন নান্নু
ক্রিকেট
এখন মাঠে
1

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দল নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। যদিও শান্ত ও জাকের আলীকে টি-টোয়েন্টি দলে রাখার পক্ষে তিনি। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে গেলেও, লিটন দাসের দলকে খুব একটা বেগ পেতে হবে না বলেও মনে করেন নান্নু।

আর মাত্র ১ মাস পরই ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এরই মধ্যে টুর্নামেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি।

যেকোনো আইসিসি ইভেন্টেই স্কোয়াড নিয়ে নানারকম অভিযোগ থাকে ভক্তদের। তবে এবার স্কোয়াড নিয়ে সমালোচনা নেই বললেই চলে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুও বাংলাদেশ দল নিয়ে জানিয়েছেন সন্তুষ্টি। সেই সঙ্গে শান্ত ও জাকেরকে দলে রাখা যেত বলেও মনে করেন তিনি।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘যারা স্কোয়াডে আছেন তারা সবাই ক্যাপাবল এবং ভালো ক্রিকেট খেলে।’

আরও পড়ুন:

এদিকে ভারত সরকারের নির্দেশনায় আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর বিশ্বকাপ খেলতে ভারতে বাংলাদেশ দল পাঠানো হবে না বলে জানিয়েছে বিসিবি। আইসিসির কাছে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ভেন্যু বদলে গেলেও লিটন দাসের দলকে খুব বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে হবে না বলেই বিশ্বাস নান্নুর।

নান্নু বলেন, ‘যেহেতু আইসিসির ইভেন্ট, এখানে উইকেট নিয়ে খুব বেশি সমস্যা হয় না। ভারত বা শ্রীলঙ্কা যেখানেই হোক, স্পোর্টিং উইকেটই হয়ে থাকে। সেক্ষেত্রে শ্রীলঙ্কায় সবগুলো ম্যাচ হলেও আমাদের জন্য সেরকম কোনো সমস্যা হবে না।’

চলতি বছরের মাঝামাঝি সময়ে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সেই সিরিজ নিয়ে অনিশ্চয়তা দেখা দিলেও বিশ্বকাপ শেষে দুই দেশের ক্রিকেট বোর্ড আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করবে, এমনটাই প্রত্যাশা নান্নুর।

এসএইচ