ভারতেই খেলতে হবে, নয়তো পয়েন্ট খোয়াতে হবে বাংলাদেশকে: আইসিসি

আইসিসি, মোস্তাফিজ ও বাংলাদেশ
ক্রিকেট
এখন মাঠে
0

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেয়ার পর টি-২০ বিশ্বকাপে ভারতে না যাওয়ার বিষয়ে আইসিসিকে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ভারতে দল না পাঠানোর পাশাপাশি শ্রীলঙ্কায় ভেন্যু সরিয়ে নেওয়ার দাবিও জানানো হয়েছিল। তবে (বুধবার, ৭ জানুয়ারি) মাঝরাতে আইসিসি বাংলাদেশের সে প্রস্তাব প্রত্যাখান করেছে।

পাশাপাশি সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশকে টি-২০ বিশ্বকাপের ম্যাচ ভারতেই খেলতে হবে। আর না খেললে পয়েন্ট কেটে নেয়া হবে।

ইএসপিএনক্রিকইনফো জানতে পেরেছে, নিরাপত্তা শঙ্কায় ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ খেলার অনুরোধ প্রত্যাখ্যান করার কথা বিসিবিকে জানিয়েছে আইসিসি।

আরও পড়ুন:

তারা বাংলাদেশ বোর্ডকে বলেছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে ভারতে যেতে হবে অথবা পয়েন্ট হারানোর ঝুঁকিতে পড়তে হবে। বিসিবি অবশ্য দাবি করেছে, বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে এমন কোনো আল্টিমেটাম তাদের দেওয়া হয়নি।

মঙ্গলবার দুই পক্ষের আলাপচারিতায় কী কথা হয়েছে, এখন পর্যন্ত বিসিসিআই বা বিসিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

গত রোববার বিসিবি একটি চিঠি লিখে আইসিসিকে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘বিবেচনা’ করতে বলেছিল, যার প্রেক্ষিতেই এ ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এএইচ