গেল মাসে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে হামজা চৌধুরীর। তবে, সেটা ঘরের মাঠে নয়। অ্যাওয়ে ম্যাচ হওয়ায় হামজার ফুটবল নৈপুণ্য বাংলার ফুটবলপ্রেমীরা মাঠে বসে দেখার তেমন সুযোগ পাননি। যদিও কিছু সংখ্যক দর্শক টিকিট কেটে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারের অনুশীলন দেখেছিলেন বসুন্ধরা কিংস অ্যারেনায়।
প্রায় ৪ বছর যাবৎ জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলায় বাংলাদেশ দলের অনুশীলনে বাফুফের ভরসা ক্লাবটির মাঠ। জুনে দেশের মাটিতে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ।
সে ম্যাচে হামজা চৌধুরীর খেলার কথা রয়েছে। বাফুফে এনএসসির কাছ থেকে এখনো জাতীয় স্টেডিয়াম বুঝে পায়নি। তাহলে, গুরুত্বপূর্ণ ম্যাচটি জাতীয় স্টেডিয়ামে আয়োজন সম্ভব কিনা? আন্তর্জাতিক ক্রীড়া দিবসে এমন প্রশ্নের সম্মুখীন হলেন ক্রীড়া উপদেষ্টা।
ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘কাজ শেষ পর্যায়ে। আমার তাবিথ ভাইয়ের সাথে কথা হয়েছে। মাঠের ঘাসের কিছু কাজ বাকি আছে। আমাকে যেটা জানানো হলো আগামী ২০ দিন থেকে ১ মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে।’
সবকিছু ঠিক থাকলে ১০ জুন বাংলাদেশের মাটিতে প্রথম ম্যাচ খেলবেন হামজা। তাতে, শেফিল্ড ইউনাইটেড তারকার খেলা ঘরের মাঠে বসে দেখার সৌভাগ্য হবে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের।