গোল্ডকাপ ফুটবলে চাঁদপুরকে ১-০ গোলে হারালো ব্রাহ্মণবাড়িয়া

চাঁদপুর জেলা দল  ও  ব্রাহ্মণবাড়িয়া জেলা দল
এখন জনপদে , ফুটবল
এখন মাঠে
0

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর কুমিল্লা ভেন্যুর উদ্বোধনী ম্যাচে চাঁদপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা দল।

আজ (সোমবার, ২৮ এপ্রিল) বিকেলে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মুখোমুখি হয় চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া দল।

প্রথমার্ধের ১৮ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের তুহিন আহমেদ গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ব্রাহ্মণবাড়িয়া জেলা দল বারবার আক্রমণ করলেও চাঁদপুর বেশ রক্ষণাত্মকভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করে।

তবে চাঁদপুরের গোলকিপারের দক্ষতায় বেশ কিছু গোল থেকে বঞ্চিত হয় ব্রাহ্মণবাড়িয়া। খেলায় দ্বিতীয়ার্ধে চাঁদপুর জেলা দলের ৩ নাম্বার জার্সি পরিহিত রাকিবকে হলুদ কার্ড দেখায় রেফারি।

গুঁড়ি গুড়ি বৃষ্টিতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে চাঁদপুর জেলা দলকে ১-০ গোলে হারিয়ে এগিয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন ব্রাহ্মণবাড়িয়া জেলা দলের ৭ নাম্বার জার্সি পরিহিত তুহিন আহমেদ।

বিকেলে কুমিল্লা ভেন্যুতে বেলুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার।

আগামীকাল একই ভেন্যুতে লক্ষ্মীপুর বনাম ফেনীর খেলা অনুষ্ঠিত হবে।

সেজু