আবাহনীর বিপক্ষে ১৫ মিনিটের ফাইনালে বসুন্ধরার জয়োল্লাস

অবশিষ্ট ১৫ মিনিটের খেলায় মাঠে আবাহনী এবং বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

শুধু দেশে নয় বিশ্ব ফুটবলে এক অবিশ্বাস্য ম্যাচ। ফেডারেশন কাপের ১৫ মিনিটের ফাইনালে ইতিহাস গড়া ম্যাচে টাইব্রেকারে ৫-৪ ব্যবধানে ঢাকা আবাহনীকে হারিয়ে বসুন্ধরা কিংসের জয়োল্লাস। মেহেদী হাসান শ্রাবণের দৃঢ়তায় আবাহনীকে শিরোপা জয় থেকে বঞ্চিত করে বসুন্ধরা। ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে আসরের সর্বোচ্চ ১২ বার শিরোপাজয়ীদের আক্ষেপ।

নানা ঘটনায় ম্যাচ পরিত্যক্ত হওয়া, নতুন করে শুরু করা, এমন ঘটনা অনেক থাকলেও ম্যাচের ফলাফলের জন্য এক সপ্তাহ অপেক্ষা, এটা ইতিহাসে বিরল ঘটনাই বটে। আর সেই ইতিহাসই হলো দেশের ঘরোয়া ফুটবলে। মাত্র ১৫ মিনিটের ফাইনাল। তাও আবার সাতদিন পর। দেশের ফুটবলে তো বটেই, বিশ্ব ফুটবলেও এমন আজব কাণ্ড কখনো ঘটেছে কি না সন্দেহ আছে।

গেল মঙ্গলবার (২২ এপ্রিল) ফেডারেশন কাপের ফাইনালে লড়াইয়ের নামে দুই জনপ্রিয় দল বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী। তবে ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতেই আলোকস্বল্পতার কারণে স্থগিত করা হয় ম্যাচ। এক সপ্তাহ পর মাঠে গড়ানো বাকি ১৫ মিনিটের খেলার শুরুতে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে আজ (মঙ্গলবার, ২৯ এপ্রিল) উঠে পড়ে লাগে দুই দলই। 

তবে অতিরিক্ত সময়ের ১৫ এবং আরও বাড়তি ২ মিনিটেও সমাধান হয়নি ম্যাচের। শেষ পর্যন্ত টাইব্রেকারে আসে কাঙ্ক্ষিত সেই ফলাফল। চ্যাম্পিয়ন হওয়ার গৌরবে এক অনন্য মুহূর্তের সাক্ষী হলো জায়ান্ট ক্লাব বসুন্ধরা কিংসের ফুটবলাররা।

বসুন্ধরা কিংসের একজন ফুটবলার বলেন, ‘দিনশেষে দুইটা ট্রফি জিতেছি, এটা আমাদের দলের জন্য, ক্লাবের জন্য এবং খেলোয়াড়দের জন্য অনেক স্পেশাল। আমরা খুবই খুশি এবং গর্বিত।’

তবে নাটকীয় ম্যাচে শিরোপা উল্লাস করতে না পারায় আক্ষেপ আবাহনীর অধিনায়কের কণ্ঠে।

আবাহনীর অধিনায়ক বলেন, ‘প্রতিটি ম্যাচই ফাইনালের মত। আমরা ডে বাই ডে ম্যাচের চিন্তা করছি। যেহেতু আমাদের পরবর্তী ম্যাচ আবার বসুন্ধরা কিংসের বিপক্ষেই, তো আমাদের যে চেষ্টা আছে, সেটা চালিয়ে যাবো।’

এমন ম্যাচের প্রতিটা মুহূর্ত স্মরণীয় হয়ে থাকবে দেশের ফুটবল সমর্থকদের মনে। তবে আয়োজনে নানা অসংগতি বাফুফের আন্তরিকতাকে প্রশ্নবিদ্ধ করবে নিশ্চিতভাবেই।


এসএইচ