বাঁ পায়ের নিখুঁত শটে জাল খুঁজে নেন আরদা গুলার। এর ছয় মিনিট পরেই জুড বেলিংহ্যামের পাসে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঞ্চ তারকা কিলিয়ান এমবাপ্পে। ২ গোলের লিড নিয়ে স্বস্তিতেই প্রথমার্ধ শেষ করে কার্লো আনচেলেত্তির শীষ্যরা।
দ্বিতীয়ার্ধের তিন মিনিট পেরোতেই আরো একটি গোল করেন এমবাপ্পে। তিন গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি সেল্টা। ম্যাচের ৬৯ ও ৭৬ মিনিটে দুই গোল শোধ করে রিয়ালকে চাপে ফেলে তারা। শেষ পর্যন্ত চেষ্টা চালিয়েও আর কোন গোল না হলে জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোরা