ইউরোপা লিগ: সেমির দ্বিতীয় লেগে আজ ম্যান ইউ-বিলবাও মুখোমুখি

ম্যান ইউ-বিলবাও পূর্বের ম্যাচের ছবি
ফুটবল
এখন মাঠে
0

ইউরোপা লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে আথলেটিকো বিলবাও। ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে আজ (বৃহস্পতিবার, ৮ মে) দিবাগত রাত ১টায়।

গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে বিলবাও পাচ্ছে না দুই উইঙ্গার নিকো উইলিয়ামস ও ইনাকি উইলিয়ামসকে। একই সাথে নেই মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতাও।

প্রতিপক্ষের মাঠে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে ছাড়া মাঠে নামা বড় চ্যালেঞ্জ। যদিও উল্টো চিত্র ইউনাইটেড শিবিরে। কোন ইনজুরি সমস্যা নেই সাথে ৩ গোলে এগিয়ে থেকে ঘরের মাঠে খেলতে নামবে রেডডেভিলরা।

ইপিএল টেবিলের ১৫ নম্বরে থাকলেও ইউরোপা লিগে এখন পর্যন্ত অপরাজিত তারা।

একই সময় অন্য সেমিফাইনালে গ্লিমটকে আতিথ্য দেবে আরেক ইংলিশ ক্লাব টটেনহ্যাম। প্রতিপক্ষের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে আছে তারাও।

এসএইচ