শুরু থেকেই আনচেলত্তির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে ধরা হচ্ছিল বায়ার লেভারকুজেনের কোচ আলোনসোকে । এবার যখন ইউরোপিয়ান আসরে রিয়ালের পারফরম্যান্স হতাশাজনক এবং বার্সার বিপক্ষে দুইটি ফাইনাল হারের ধাক্কা, ঠিক তখনই রিয়ালের ত্রাতা হয়ে এলেন জাবি।
স্প্যানিশ ক্রীড়াসংবাদমাধ্যম ‘মার্কা’ জানায়, আলোনসোর সঙ্গে রিয়ালের সবকিছু চূড়ান্ত হয়েছে। সাবেক এই মিডফিল্ডারের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে ক্লাবটি। তার সঙ্গে রিয়ালে যোগ দিচ্ছেন সহকারী কোচ সেবাস পাররিলা ও ফিটনেস কোচ আলবার্তো এনসিনাস।
আগামী ২৫ মে লা-লিগার শেষ ম্যাচের পর রিয়াল ছাড়বেন আনচেলত্তি। তার বিদায় চূড়ান্ত হলেই আনুষ্ঠানিকভাবে আলোনসো চুক্তিপত্রে স্বাক্ষর করবেন।
আলোনসোর লেভারকুজেন ছাড়ার পর তার স্থলাভিষিক্ত হতে পারেন ম্যানইউর সাবেক কোচ এরিক টেন হ্যাগ। তালিকায় আরও আছেন বার্সার সাবেক তারকা জাভি হার্নান্দেজ, সেস ফ্যাব্রেগাস এবং রিয়াল যুব দলের কোচ আলভারো আরবেলোয়া।
২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত রিয়ালের হয়ে ১৫৮ ম্যাচে খেলেছেন আলোনসো। জিতেছেন লা-লিগা, কোপা ডেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগও।
তবে মার্কা জানাচ্ছে, আলোনসো হয়তো দায়িত্ব নেবেন ক্লাব বিশ্বকাপের পর অর্থাৎ জুলাইয়ের শেষ দিকে। সেই সময় পর্যন্ত কোচের দায়িত্ব সাময়িকভাবে পালন করতে পারেন রিয়ালের ফুটবল পরিচালক ও সাবেক কোচ সান্তিয়াগো সোলারি, যিনি রিয়ালের হয়ে ৩২টি ম্যাচ পরিচালনা করেছেন ডাগআউট থেকে।
সবমিলিয়ে সামনে রোমাঞ্চকর পরিবর্তন আসছে রিয়াল মাদ্রিদে। নতুন কোচ, নতুন পরিকল্পনা আর ভবিষ্যতের জন্য নতুন অধ্যায়ের সূচনা।