লা লিগার শিরোপা নিশ্চিতের লড়াইয়ে মুখোমুখি বার্সা-রিয়াল

মুখোমুখি বার্সা-রিয়াল
ফুটবল
এখন মাঠে
0

লা লিগায় মৌসুমের শেষ এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ-ও বার্সেলোনা। অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ১৫ মিনিটে।

লা লিগার শিরোপা জয়ে টিকে থাকতে এই ম্যাচ জয়ের বিকল্প নেই রিয়াল মাদ্রিদের। সঙ্গতকারণেই ম্যাচ জিততে মরিয়া কার্লো আনচেলত্তির শিষ্যরা।

৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে লস ব্লাঙ্কোস। ম্যাচ জিতলে লিগ শিরোপা অনেকটায় নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। আর হারলে দুই দলের পয়েন্ট ব্যবধান হবে ১। সেক্ষেত্রে বেড়ে যাবে রিয়ালের শিরোপা জয়ের সম্ভাবনা।

চোটের কারণে মাঠের বাইরে আছেন দানি কারভাহাল, এদের মিলিতাও, রুডিগার, ফারলা মেন্দি, ডেভিড আলাবা ও কামাভিঙ্গা। এল ক্লাসিকোয় নিয়মিত খেলোয়াড়দের না থাকায় রিয়াল মাদ্রিদকে দিতে হবে কঠিন পরীক্ষা।

বার্সাতেও আছে চোট সমস্যা। কুন্দে কাসাদো ও মার্ক বের্নালকে এই ম্যাচে পাবেনা কাতালনরা। তাই শক্তিশালী বেঞ্চ খেলোয়াড়দের পরখ করবে দুই কোচ। এই মৌসুমে বার্সার বেঞ্চ প্লেয়ারদের গোল সংখ্যা ২৫টি। যেখানে সবার চেয়ে এগিয়ে ফেরান তরেস। অপরদিকে বেঞ্চ থেকে রিয়াল গোল পেয়েছে ১২টি।

চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের কাছে হেরে কিছুটা বিপর্যস্ত বার্সেলোনা। তবে চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে নিজের সেরাটা দেয়ার লড়াইয়ে নামবে তারা। অপরদিকে কোপা ডেল রে হারের প্রতিশোধ নিতে চাইবে রিয়াল মাদ্রিদ। সব মিলিয়ে আরেকটি রোমাঞ্চকর এল ক্লাসিকোর অপেক্ষায় ভক্তরা।

সেজু