ভুটানকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ

অনুর্ধ্ব-১৯ ফুটবল দলের গোল উদযাপনের ছবি
ফুটবল
এখন মাঠে
0

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ভারতের অরুণাচলে আরজে স্টেডিয়ামে আজ (রোববার, ১১ মে) মুখোমুখী হয় দুই দল।

জিতলেই সেমিফাইনাল, নতুবা অপেক্ষা করতে হবে গ্রুপের শেষ ম্যাচ পর্যন্ত। এমন পরিসংখ্যান সামনে রেখে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে গোলাম রাব্বানী ছোটনের শীষ্যরা। 

১৩ মিনিটেই সাফল্য পায় তারা। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ডিফেন্স চেরা পাস ডি-বক্সের বাইরে থেকে ধরে গোল করেন ফরোয়ার্ড মোরশেদ আলি। 

গোল পেয়ে আক্রমণের ধার বাড়ায় জুনিয়র টাইগাররা। মিনিট পনেরো পর ডি বক্সের মধ্যে জটলা থেকে বল পেয়ে লক্ষ্যভেদ করে ব্যবধান দ্বিগুণ করেন শ্রী সুমন স্মরণ। 

দ্বিতীয়ার্ধে দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে খেলতে থাকে। নির্ধারিত ৯০ মিনিট শেষে আর কোন গোল না হলেও ইনজুরি টাইমের তৃতীয় মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেক ঠোকেন ফয়সাল। 

শেষ পর্যন্ত তিন গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের দল এবং এর মাধ্যমে সেমিফাইনালে নিজেদের জায়গা পাকাপোক্ত করেন।

এসএইচ