নাপোলির সিরি আ শিরোপা পুনরুদ্ধার

চতুর্থ শিরোপা উদযাপন নাপোলির
ফুটবল
এখন মাঠে
0

ইন্টার মিলানকে পেছনে রেখেই চ্যাম্পিয়ন নাপোলি এক মৌসুম পর 'সিরি আ' র শিরোপা পুনরুদ্ধার করলো। দাপুটে ফুটবলে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়ে উৎসব করলো আন্তোনিও কন্তের দল।

দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে শুক্রবার (২৩ মে) শেষ রাউন্ডে ক্যালিয়ারিকে ২-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো লিগ চ্যাম্পিয়ন হলো ক্লাবটি। ম্যারাডোনার কাঁধে চড়ে ক্লাব ইতিহাসের প্রথম দুটি সিরি আ র শিরোপা জিতেছিল নাপোলি। ২০২২–২৩ মৌসুমে লুসিয়ানো স্পালেত্তির অধীনে তৃতীয় শিরোপা জিতেছিল নেপলসের ক্লাবটি।

একই সময়ে নিজ নিজ ম্যাচ খেলতে নেমেছিল নাপোলি ও ইন্টার। মরিয়া নাপোলি প্রতিপক্ষকে পুরোপুরি আটকে রাখে। কয়েকটি সুযোগ হারানোর পর, ৪২ মিনিটে এগিয়ে যায় তারা। ডান দিক থেকে মাত্তেও পলিতানো ডি-বক্সে ক্রস বাড়ান, আর শরীরটাকে পুরোপুরি শূন্যে ভাসিয়ে অসাধারণ এক বাইসাইকেল কিকে ঠিকানা খুঁজে নেন ইংলিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনে ।

দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে আরেকটি দুর্দান্ত গোলে শিরোপা সম্ভাবনা আরো উজ্জ্বল করে নাপোলি। মাঝ মাঠ থেকে একক প্রচেষ্টায় ডি-বক্সে ঢুকে নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন লুকাকু।

বাকি সময়েও তাদের পথে কোনোরকম বাধার সৃষ্টি করতে পারেনি ক্যালিয়ারি। ফলে শিরোপা লড়াইয়েও আসেনি আর কোনো নাটকীয়তা।

এই দুই গোল ম্যাচের পাশাপাশি গড়ে দেয় লিগের ভাগ্যও। ৩৮ ম্যাচে ২৪ জয় ও ১০ ড্রয়ে ৮২ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করছে চ্যাম্পিয়ন নাপোলি। রানার্সআপ ইন্টার মিলানের পয়েন্ট ৮১।

ম্যারাডোনার কীর্তির পর আরেকটি লিগ শিরোপা জিততে নাপোলিকে অপেক্ষা করতে হয়েছিল ৩৩ বছর। এবার অবশ্য এক মৌসুম পরেই ফের শিরোপা উল্লাসে মাতলো নাপোলি। দিনের আরেক ম্যাচে, কোমোর মাঠে একই ব্যবধানে জিতেও শিরোপা ধরে রাখা হলো না ইন্টার মিলানের।

তিন মৌসুমের মধ্যে দ্বিতীয় শিরোপা জয় নিশ্চিতভাবে নাপোলির জন্য বিশেষ কিছু, নাপোলির কোচ আন্তোনিও কন্তের জন্যও বিশেষ।

প্রথম কোচ হিসেবে তিনি ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ইতালিয়ান শীর্ষ লিগের শিরোপা জিতলেন।

সেজু