ক্লাব বিশ্বকাপে মেসি-রোনালদোকে একদলে দেখতে চান ফিফা সভাপতি

মেসি ও রোনালদো
ফুটবল
এখন মাঠে
0

ক্লাব বিশ্বকাপে লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে একদলে খেলতে দেখতে চান ফিফা সভাপতি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার স্পিডের আইশোস্পিড চ্যানেলে একটি সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

সেখানে ক্লাব বিশ্বকাপে মেসি-রোনালদোর একসঙ্গে খেলার সম্ভাবনার কথা জানিয়েছেন ফিফা সভাপতি।

দুই কিংবদন্তিকে ‘গ্রেট খেলোয়াড়’ সম্বোধন করে রোনালদোকে নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এ নিয়ে আলোচনা চলছে।’ 

যুক্তরাষ্ট্রে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। 

৩২ দল নিয়ে এবারই প্রথমবারের মতো আয়োজিত হবে এই টুর্নামেন্ট। রোনালদোর দল আল নাসর ক্লাব অবশ্য বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।

এসএইচ