মিনিট তিনেক পরই মন্ট্রিয়লের ডিফেন্ডার জর্জ ক্যাম্পবেলের ভুল কাজে লাগিয়ে দলকে আবার এগিয়ে দেন সুয়ারেজ। ৭৪তম মিনিটে বক্সের ভেতর জটলার মধ্য থেকে মায়ামির দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে দারুণ দক্ষতায় গোল করে ব্যবধান ৩-১ করেন সিলি।
৮৭ মিনিটে সুয়ারেজের সঙ্গে ওয়ান-টু খেলে ঠান্ডা মাথায় গোলকিপারের ওপর দিয়ে আলতো চিপ করে দলের চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল করেন মেসি।
যোগ করা সময়ে মন্ট্রিয়ল আরেকটি গোল করলেও হার এড়াতে পারেনি তারা। ১৫ ম্যাচে সাত জয় আর তিন পরাজয়ে ২৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় ছয়ে মায়ামি।