ঘরোয়া ফুটবলে ক্লাবগুলোর একাদশে সর্বোচ্চ ৩ বিদেশির সীমা বেধে দিচ্ছে বাফুফে

বাফুফে ভবনে লিগ কমিটির বৈঠক
ফুটবল
এখন মাঠে
0

ঘরোয়া ফুটবলে বিদেশি নির্ভরতা কমাতে এবার ক্লাবগুলোর একাদশে সর্বোচ্চ ৩ বিদেশির সীমা বেধে দিচ্ছে বাফুফে। তবে সার্কভুক্ত দেশের ফুটবলাররা খেলতে পারবেন লোকাল হিসেবে। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) বাফুফে ভবনে লিগ কমিটির বৈঠক শেষে এসব কথা জানান চেয়ারম্যান ইমরুল হাসান। এদিকে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান প্রতিপক্ষ খুঁজছে বাফুফে।

ভালোমানের ফিনিশারের অভাবে দেশের ফুটবল ভুগছে দীর্ঘদিন ধরে। ভারত, অস্ট্রেলিয়ার মত শক্তিশালী দলগুলো ছাড়াও দুর্বল সিশেলসের সঙ্গেও হারতে হয়েছে বাংলাদেশকে। আর এর জন্য বিশ্লেষকরা দায়ী করেন ঘরোয়া ফুটবলের কাঠামোকে।

জাতীয় দলের ফুটবলার নির্বাচন করা হয় ঘরোয়া আসরে পারফরম্যান্স দেখে। এখানেই মূল সমস্যা। ক্লাবগুলো তাৎক্ষণিক ফলাফল পেতে বিদেশি ফরোয়ার্ডদের ওপর নির্ভরশীল হয়ে থাকে। ফলে দেশি ফরোয়ার্ডরা নিজেদের মেলে ধরার সুযোগ পান না। তাই তো, ঘরোয়া আসরে বিদেশি নির্ভরতা কমানোর দীর্ঘদিনের দাবিতে এবার সাড়া দিতে যাচ্ছে বাফুফে।

বাফুফে প্রফেশনাল লিগ কমিটি চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘বিদেশি খেলোয়াড়দের মধ্যে আমরা একটা কোটা কমিয়ে এনেছি। আমরা সেখানে ৫ জন করেছি। যার মধ্যে ৩ জন এল ম্যানে থাকবে আর ৪ জন থাকবে স্কোয়াডে। যদি পরিবর্তন হয় সেখানে একজনের পরিবর্তে আরেকজন খেলবে।’

তবে প্রফেশনাল লিগ কমিটি উদ্ভট এক সিদ্ধান্ত নিয়েছে। ভারত-নেপাল-ভুটানসহ সার্কভুক্ত দেশের ফুটবলাররা নাকি বিবেচিত হবেন দেশি ফুটবলার হিসেবে!

চেয়ারম্যান ইমরুল হাসান বলেন, ‘আগামী সিজন থেকে সার্কভুক্ত যেকোনো প্লেয়ারকে আমরা নেই। তাকে লোকাল প্লেয়ার হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। তাকে বিদেশি হিসেবে ধরা হবে না।’

একই দিন অনুষ্ঠিত হয় ন্যাশনাল টিমস কমিটির বৈঠকও। সভায় সিদ্ধান্ত হয়, সেপ্টেম্বরে ফিফা উইন্ডোতে ইউরোপিয়ান কোন দলের বিপক্ষে খেলার চেষ্টা করবে বাংলাদেশ।

সেজু