হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার

নেইমারকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি
ফুটবল
এখন মাঠে
0

হাত দিয়ে গোল করে লাল কার্ড দেখলেন নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান লিগের ১১তম ম্যাচ ডেতে লাল কার্ড পেলেন নেইমার। ম্যাচের ৭৬ মিনিটে লাল কার্ড দুর্ভাগ্য ডেকে এনেছে সান্তোসের জন্যেও।

বোটাফোগোর বিপক্ষে সান্তোস হেরে যায় ১-০ গোলে। সান্তোসের হয়ে গেল মার্চের পর প্রথম শুরুর একাদশে নেমেছিলেন নেইমার। বেটাফোগোর বিপক্ষে ম্যাচটা তাই ছিল বিশেষ কিছু।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ফাউল করে প্রথম হলুদ কার্ড দেখেন নেইমার। দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে হাত দিয়ে গোল করে দেখেছেন দ্বিতীয় হলুদ কার্ড। ইচ্ছেকৃত হ্যান্ডবলের কারণে দেখতে হয় দ্বিতীয় হলুদ কার্ড।

সেটাই পরিণত হয় লাল কার্ডে। এই হারের পর ব্রাজিলিয়ান লিগের রেলিগেশন জোনে সান্তোস। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ৮।

সেজু