হামজার গোলে শুরুতেই ভুটানের বিপক্ষে এগিয়ে বাংলাদেশ

হামজা চৌধুরী
ফুটবল
এখন মাঠে
0

বাংলাদেশের জার্সিতে নিজের ২য় ম্যাচেই গোলের দেখা পেলেন হামজা চৌধুরী। ভুটানের বিপক্ষে ম্যাচের শুরুতেই তার গোলে লিড নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

দীর্ঘ প্রায় ৫ বছর পর জাতীয় স্টেডিয়ামে ফিরল ফুটবল। ঘরের মাঠে হামজা চৌধুরীর প্রথম ম্যাচ। বাংলাদেশ দলের জার্সিতে অভিষেক ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামের। নানা উপলক্ষ্যে ম্যাচটিতে দর্শকদের উপচে পড়া ভিড়। আর এমন ম্যাচে শুরুতেই দর্শকদের আনন্দে ভাসিয়েছেন হামজা চৌধুরী।

আরো পড়ুন:

ম্যাচের ৬ মিনিটে অধিনায়ক জামাল ভূঁইয়ার নেয়া কর্নার থেকে হেডে দারুণ এক গোল করে দলকে লিড এনে দেন হামজা। জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচেই গোলের দেখা পেলেন ইংলিশ লিগে খেলা এই তারকা।

এএইচ