উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিতে মুখোমুখি স্পেন-ফ্রান্স

স্পেন-ফ্রান্সের খেলোয়াড়রা
ফুটবল
এখন মাঠে
0

উয়েফা নেশন্স লিগের দ্বিতীয় সেমিফাইনালে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত ১ টায়। সাম্প্রতিক ফর্মের বিচারে ফ্রান্সের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে স্পেন। যদিও মূল একাদশের একাধিক খেলোয়াড়কে পাচ্ছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

ইনজুরিতে লম্বা সময়ের জন্য বাইরে রদ্রি ও কারভাহাল। এছাড়াও ফেরান তোরেসও নেই একই কারণে। তবে ইয়ামাল-পেদ্রিরা আছেন যারা যেকোনো সময় ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে সক্ষম।

অন্যদিকে ফ্রেঞ্চ দল দিদিয়ের দেশমের কপালেও পড়েছে ইনজুরি নিয়ে চিন্তার ভাঁজ। কারণ কামাভিঙ্গা, কুন্ডে, সেলিবাদের পাবেন না তিনি।

যদিও গুরুত্বপূর্ণ এই ম্যাচে নিজ নিজ ক্লাবে দারুণ মৌসুম কাটানো এমবাপ্পে, ডেম্বেলেদের দিকেই তাকিয়ে থাকবেন দেশম। এই ম্যাচের জয়ীরা ৮ জুন মিউনিখে পর্তুগালের বিপক্ষে ফাইনালের মহারণে মাঠে নামবে।

এএইচ