আক্রমণ-পাল্টা আক্রমণের ম্যাচে শুরু থেকেই ফ্রান্সের রক্ষণভাগ ছিলো শক্তিশালী। তবে বল পায়ে রাখা থেকে শুরু করে পাসিং পরিসংখ্যান সবদিকেই শুরু থেকেই এগিয়ে ছিলো জার্মানরা।
ফুলক্রুগ-গোরেত্জকাদের সব আক্রমণ নস্যাৎ হয় ফ্রেঞ্চ দুর্গের সামনে এসেই। উল্টো প্রথমার্ধের শেষ মিনিটে গোল করে নিজের দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে।
দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই ফ্রেঞ্চ রক্ষণ ভেদ করে জার্মানি বল জালে জড়িয়েছিলেন ঠিকই, তবে সেটি বাতিল হয় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারর (ভিএআর) নির্দেশে।
ম্যাচ শেষ হবার ৬ মিনিট আগে জার্মান ডিফেন্ডারদের ভুলে এমবাপ্পের বাড়ানো পাসে ব্যবধান দ্বিগুণ করতে ভুল করেননি মিকায়েল ওলিস। এরপর আর কোনো গোল না হলে এই ব্যবধানেই তৃতীয় স্থান নিশ্চিত হয় ফ্রান্সের।