কাল ভোরে ভিন্ন ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

আর্জেন্টিনা ও ব্রাজিল দলের অনুশীলন
ফুটবল
এখন মাঠে
0

২০২৬ বিশ্বকাপ ফুটবল বাছাইয়ে একই দিনে মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল। বাংলাদেশ সময় কাল বুধবার (১১ জুন) ভোর ৬টায় কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা আর ৬টা ৪৫ মিনিটে প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল।

বিশ্বকাপ বাছাইয়ে গ্রুপ টেবিলের শীর্ষে আর্জেন্টিনা। ১৫ ম্যাচে ১১ জয়ে ৩৪ পয়েন্ট আলবিসেলেস্তেদের। আর ৫ জয় ও ৬ ড্রয়ে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া আছে পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। 

কলম্বিয়ার বিপক্ষে একাদশে লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজের খেলা নিশ্চিত হলেও তৃতীয় ফরোয়ার্ড নিয়ে মধুর সমস্যায় পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। 

অন্যদিকে সবসময়ই বিশ্বকাপ বাছাইয়ে দাপট দেখানো ব্রাজিল সুবিধাজনক অবস্থানে নেই পয়েন্ট টেবিলে। ১৫ ম্যাচে মাত্র ৬ জয়ে আনচেলত্তির দলের পয়েন্ট টেবিলে চার নম্বর অবস্থানে। অ্যানচেলত্তি কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর এটি তার দ্বিতীয় অ্যাসাইনমেন্ট। 

এর আগের ম্যাচে, টেবিলের দুইয়ে থাকা ইকুয়েডরের সাথে গোলশূন্য ড্র করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তাছাড়া, প্যারাগুয়ের সাথে শেষ দেখায় ব্রাজিল পেয়েছিল হারের স্বাদ। তাই বলাই যায় যে, গ্রুপ টেবিলের তিন নম্বরে থাকা প্যারাগুয়ের বিপক্ষে কঠিন পরীক্ষাতেই পড়তে হবে সেলেসাওদের।

এসএইচ