ফিফা ক্লাব বিশ্বকাপে অংশ নিতে দলের সবাই যুক্তরাষ্ট্রে পৌঁছে গেলেও তারেমি এখনো তেহরান থেকে বের হতে পারেনি। কারণ ইসরাইলের হামলার জেরে নিজেদের আকাশ পথ বন্ধ রেখেছে ইরান।
তাই ইন্টার মিলানের স্ট্রাইকারের নির্ধারিত ফ্লাইটটি বাতিল হয়ে যায়। ইরান জাতীয় দলের হয়ে বিশ্বকাপ বাছাই পর্ব খেলতে দেশে ফিরেছিলেন মেহদি তারেমি। এরপরই সংঘাতের কারণে আটকে পড়েন তিনি।
এদিকে তারেমির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন তার ক্লাব ইন্টার মিলান। তারা বলছে নিরাপদ স্থানেই আছেন তারেমি। এবং নিরাপত্তার কারণে স্থলপথে লস অ্যাঞ্জেলেস নেয়ার ঝুকি নেবে না তারা।
ক্লাব বিশ্বকাপে ইতালিয়ান ক্লাবটির প্রথম ম্যাচ মেক্সিকান ক্লাব মন্তেরেইয়ের বিপক্ষে আগামী বুধবার (১৮ জুন)।