ম্যাচ দেরিতে শুরু করায় ম্যানচেস্টার সিটিকে ১ মিলিয়ন ইউরো জরিমানা করেছে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়ে নতুন মিশনের মাঝেই জরিমানার খড়গ এলো ম্যান সিটির ওপর।
এ জরিমানা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। গত বছরের অক্টোবর থেকে ২০২৫ এর ফেব্রুয়ারি পর্যন্ত প্রিমিয়ার লিগের ৯টি ম্যাচে খেলা শুরু কিংবা দ্বিতীয়ার্ধে পুনরায় মাঠে নামার ক্ষেত্রে দেরি করেছে সিটি।
এ ব্যাপারটি প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ সিটিকে জানানোর পর তারা নিয়ম ভঙ্গের বিষয়টি স্বীকার করে ক্ষমা চেয়েছে, তবে জরিমানার ক্ষেত্রে ছাড় পায়নি সিটি।
ইতিহাদের এই ক্লাবটিকে ১ দশমিক ৮ মিলিয়ন জরিমানা দিতে হবে। ১৪ দিনের মধ্যে এ জরিমানা পরিশোধ করতে না পারলে নিষেধাজ্ঞাও আসতে পারে। গত মৌসুমেও ম্যাচ শুরুর নিয়ম লঙ্ঘন করায় ২ মিলিয়ন ইউরো জরিমানা করা হয়েছিল গার্দিওলার ক্লাবকে।