বাফুফের ক্যাম্পে থাকা নারীদের সঙ্গে বিকেএসপির ফুটবলাররাও এদিন পিটার বাটলারের সামনে নিজেদের ঝালিয়ে নেন। টুর্নামেন্টে অংশ নিতে আজ (মঙ্গলবার, ২৪ জুন) রাত ২টা ৪৫ মিনিটে মিয়ানমারের উদ্দেশে উড়াল দেবেন বাংলাদশ নারী ফুটবলাররা।
আসরের প্রস্তুতি হিসেবে জর্ডানে ত্রিদেশীয় সিরিজ আত্মবিশ্বাস যোগাচ্ছে দেশের নারীদের। বাছাইপর্বে সি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান। টুর্নামেন্টে বাংলাদেশের মিশন শুরু ২৯ জুন।