ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরছে বার্সেলোনা

বার্সেলোনার ঘরের মাঠ ‘ন্যু ক্যাম্প’
ফুটবল
এখন মাঠে
0

দুই মৌসুম পর ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ফিরছে বার্সেলোনা। ১০ আগস্ট হুয়ান গাম্পার ট্রফির ম্যাচ ঘরের মাঠে খেলবে কাতালানরা। ২০২৩ সালের মে মাসে সবশেষ এই স্টেডিয়ামে খেলেছে বার্সা।

এরপর শুরু হয় সংস্কার কাজ, যা এখনো চলমান। এমনকি নতুন মৌসুমের শুরুতেও কাজ চলমান থাকবে যার ফলে লিগের প্রথম তিনটি ম্যাচই বার্সা খেলবে প্রতিপক্ষের মাঠে। 

শুরুতেই ধারণক্ষমতার সম্পূর্ণ দর্শক মাঠে থাকতে পারবেন না। ৫০ থেকে ৬০ হাজার দর্শক নিয়ে আংশিকভাবে শুরু হবে নতুন যাত্রা। প্রসঙ্গত স্পনরশিপ চুক্তির কারণে ঐতিহাসিক স্টেডিয়ামটির নাম বদলে রাখা হয়েছে স্পটিফাই ক্যাম্প ন্যু। 

এর আগের দুই মৌসুমে কাতালানদের বিকল্প ভেন্যু ছিল অলিম্পিক স্টেডিয়াম। সেখানেই সবশেষ মৌসুমের সংস্কারের সময় বার্সেলোনা বিকল্প ভেন্যু হিসেবে মন্টজুইকের অলিম্পিক স্টেডিয়ামে খেলেছে। 

উল্লেখ্য, এ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লা লিগা, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের শিরোপা ঘরে তোলে ক্লাবটি।

এসএইচ