ম্যাচের নবম মিনিটে ম্যানসিটিকে লিড এনে দেন বার্নাদো সিলভা। ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে সমতা ফেরায় হিলাল।
ম্যাচের ৫২ মিনিটে ব্যবধান ২-১ করেন ম্যালকম। ৫৫ মিনিটে আর্লিং হ্যালান্ডের গোলে সমতা ফেরায় সিটিজেনরা। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে কালিদু কুলিবালির গোলে ৩-২ গোলের লিড নেয় আল হিলাল।
ম্যাচের ১০৪ মিনিটে ফিল ফোডেনের গোলে আবার সমতা ফেরায় পেপ গার্দিওলার শিষ্যরা। ম্যাচের ১১২ মিনিটে হিলালের হয়ে জয়সূচক গোল করেন মার্কোর্স লিওনার্দো।