মিয়ামি ছাড়তে যাচ্ছেন সুয়ারেজ!

লুইস সুয়ারেজ
ফুটবল
এখন মাঠে
0

ইন্টার মিয়ামি ছাড়তে যাচ্ছেন লুইস সুয়ারেজ। এমনই খবর প্রকাশ করেছে স্পেন ভিত্তিক খেলাধুলা বিষয়ক সংবাদ মাধ্যম দিয়ারিও স্পোর্টস।

খবরে বলা হয়, শেষ দিকে এসে যদি কোনো চমক না আসে তাহলে সুয়ারেজ মিয়ামি ছাড়তে চলেছেন। এমনকি সব ধরনের ফুটবল থেকেও অবসর নিতে যাচ্ছেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড।

সুয়ারেজ ক্লাব ছাড়লে দলটির বেতন সমন্বয়ও সহজ হয়ে যাবে। এই মুহূর্তে ইন্টার মায়ামির সর্বোচ্চ বেতনভুগীদের একজন তিনি।

তাকে ছেড়ে আগামী মৌসুমে তরুণ ফুটবলারদের দিকে ঝুঁকতে চাচ্ছে মায়ামির ক্লাবটি। কিছুদিন আগে উরুগুয়ের চতুর্থ বিভাগের এক দলের মালিক হয়েছেন সুয়ারেজ। ক্লাবটির সহমালিক হিসেবে আছেন লিওনেল মেসিও।

আমেরিকা ছেড়ে ক্লাবটিতে পুরোপুরি নজর দিতে চান উরুগুয়ে ফুটবলের এই কিংবদন্তি।

এসএস