মন্ট্রিয়ালের বিপক্ষে মেসির জোড়া গোল

ইন্টার মায়ামির হয়ে গোল করার পর লিওনেল মেসির উদযাপন
ফুটবল
এখন মাঠে
0

ক্লাব বিশ্বকাপ থেকে ফিরেই যুক্তরাষ্ট্রের লিগে গোলের দেখা পেলেন লিওনেল মেসি। মন্ট্রিয়ালের বিপক্ষে ম্যাচে মেসি নিজে করেছেন দুই গোল। করিয়েছেন একটি।

যদিও ম্যাচের মাত্র ২ মিনিটের মাথায় গোল হজম করে পিছিয়ে পড়ে ইন্টার মায়ামি। ৩৩ মিনিটে মেসির অ্যাসিস্টে গোল করেন তাদিও আলেন্দে। বিরতির আগে ৪০ মিনিটে স্কোরশিটে নিজের নাম তোলেন মেসি।

২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মায়ামি। ৬০ মিনিটে স্কোরলাইন ৩-১ করেন তালেস্কো সেগোভিয়া। আর ৬২ মিনিটে নিজের চিরচেনা ভঙ্গিতে ড্রিবল করে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল নিশ্চিত করেন মেসি।

এই ম্যাচের পর মেজর লিগ সকারে ১৭ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট সংগ্রহ করেছে মেসির দল। শীর্ষে থাকা সিনসিনাটি থেকে তারা পিছিয়ে আছে ১০ পয়েন্টে। যদিও মায়ামির হাতে আছে আরো ৪ ম্যাচ।

সেজু