রাতে দেশে ফিরে ভোরেই ভুটানে রওনা দিয়েছেন মনিকা-ঋতুপর্ণা

মনিকা চাকমা (বামে), ঋতুপর্ণা চাকমা (ডানে)
ফুটবল
এখন মাঠে
0

সাত ঘণ্টার লম্বা যাত্রা শেষ করে মিয়ানমার থেকে রাতে ঢাকায় এসেছিলেন মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমারা। কিন্তু ভোরের আলো ফোটার পরেই ছাড়লেন দেশ।

দুই তারকার গন্তব্য এবার ভুটানে। আজ (সোমবার, ৭ জুলাই) সকালে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভুটান যাত্রার কথা নিশ্চিত করেছেন দুই তারকা।

জাতীয় দলের মতো ভুটানের লিগেও সতীর্থ মনিকা এবং ঋতুপর্ণা। সেখানে পারো এফসির জার্সিতে মাঠ মাতাবেন তারা। নারী ফুটবলারদের দলকে বাফুফে গভীর রাতে সংবর্ধনাও দিয়েছে এই দুই তারকার ব্যস্ততার কথা মাথায় রেখে।

ভুটানের এই লিগে আছেন আরও বেশ কয়েকজন ফুটবলার। জাতীয় দলের ব্যস্ততা শেষ করে তারাও যাবেন লিগ মৌসুম শেষ করতে।

আর আগে থেকেই সেখানে অবস্থান করছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়ারা।

এসএস