ক্লাব বিশ্বকাপের সেমিতে আজ রিয়ালের মুখোমুখি পিএসজি

রিয়াল মাদ্রিদ ও প্যারিস সেইন্ট জার্মাইনের খেলোয়াড়
ফুটবল
এখন মাঠে
0

ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেইন্ট জার্মাইন (পিএসজি)। মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আজ (বুধবার, ৯ জুলাই) দিবাগত রাত ১টায়। সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে খেলবেন এমবাপ্পে তাই ম্যাচটিকে বলা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে ডার্বি।

তাছাড়া ক্লাব ফুটবলে দুই পরাশক্তির ম্যাচ হওয়ায় বাড়তি নজর থাকবে ম্যাচটিকে ঘিরে। গ্রুপপর্বে ব্রাজিলের ক্লাব বোতাফোগোর কাছে হেরে হোঁচট খায় পিএসজি।

এরপর অবশ্য পুরোদমে ঘুরে দাঁড়ায় লুইস এনরিকের শিষ্যরা। সেমিফাইনালে আসতে কোনো গোলই হজম করেনি ডোনারুম্মা-দেম্বেলেরা।

অন্যদিকে আল হিলালের সাথে ড্র দিয়ে এবারের ক্লাব বিশ্বকাপের যাত্রা শুরু করে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

এরপর সব ম্যাচে জয়লাভ করে নিশ্চিত করে সেমিফাইনাল। মৌসুমে কোনো শিরোপা জিততে না পারা রিয়ালের সামনে এটাই শেষ সুযোগ।

সেজু