ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে রিয়ালকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো পিএসজি

গোল করার পর ওসমান ডেম্বেলের উদযাপন
ফুটবল
এখন মাঠে
1

ফিফা ক্লাব বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফরাসি ক্লাবটির হয়ে জোড়া গোল করেছেন স্প্যানিশ তারকা ফ্যাবিয়ান রুইজ। এর আগে যতবার ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ করেছে রিয়াল মাদ্রিদ ততবারই জিতেছে আসরটির শিরোপা। ফিফা ক্লাব বিশ্বকাপের আয়োজনে রিয়াল হেরেছে মাত্র একটি ম্যাচ।

এসব রেকর্ড আর অক্ষত থাকল না স্প্যানিশ জায়ান্টদের জন্য। পিএসজির কাছে ৪-০ গোলে লজ্জার হার নিয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো আসরটির পাঁচবারের চ্যাম্পিয়নদের। সাথে হারের তালিকায় যোগ হলো আরেকটি সংখ্যা।

প্রথমবারের মতো সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামায় দল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।

তবে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে না পারায় সব আলোচনাই বৃথা প্রমাণ করেছেন ফরাসি এ তারকা। নিজে গোল করতে পারেননি, সহযোগিতাও নেই এ ম্যাচে।

ম্যাচের শুরুতেই নুনো মেন্ডেজের শট ঠেকিয়ে দেন রিয়াল গোল রক্ষক থিবু কর্তোয়া। তবে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকা পিএসজিকে গোল পেতে ততটা সময় নিতে হয়নি।

ম্যাচের ছয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির স্প্যানিশ ফুটবলার ফ্যাবিয়ান রুইজ। এরপর ৯ মিনিটে রিয়াল ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জালে জড়ান ওসমান দেম্বেলে।

ম্যাচের চব্বিশ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রুইজ। এরপর আর গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

প্রথমার্ধেই তিন গোল খেয়ে পিছিয়ে থেকে খানিকটা ভেঙে পড়েন রিয়ালের ফুটবলাররা। যার প্রভাবও পড়ে এমবাপ্পে-মিলিতাওদের ওপর।

বেশকিছু সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচের শেষ দিকে এসে পর্তুগিজ ফুটবলার গনছালো রামোস গোল করলে ৪-০ গোলের হার নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।

শিরোপার লড়াইয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোববার (১৩ জুলাই) পিএসজি লড়বে আরেক ইউরোপিয়ান জায়ান্ট চেলসির বিপক্ষে।

এসএইচ