এসব রেকর্ড আর অক্ষত থাকল না স্প্যানিশ জায়ান্টদের জন্য। পিএসজির কাছে ৪-০ গোলে লজ্জার হার নিয়ে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো আসরটির পাঁচবারের চ্যাম্পিয়নদের। সাথে হারের তালিকায় যোগ হলো আরেকটি সংখ্যা।
প্রথমবারের মতো সাবেক ক্লাব পিএসজির বিপক্ষে মাঠে নামায় দল ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে।
তবে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে না পারায় সব আলোচনাই বৃথা প্রমাণ করেছেন ফরাসি এ তারকা। নিজে গোল করতে পারেননি, সহযোগিতাও নেই এ ম্যাচে।
ম্যাচের শুরুতেই নুনো মেন্ডেজের শট ঠেকিয়ে দেন রিয়াল গোল রক্ষক থিবু কর্তোয়া। তবে শুরু থেকেই আক্রমণাত্মকভাবে খেলতে থাকা পিএসজিকে গোল পেতে ততটা সময় নিতে হয়নি।
ম্যাচের ছয় মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেন পিএসজির স্প্যানিশ ফুটবলার ফ্যাবিয়ান রুইজ। এরপর ৯ মিনিটে রিয়াল ডিফেন্ডারের ভুলে বল পেয়ে জালে জড়ান ওসমান দেম্বেলে।
ম্যাচের চব্বিশ মিনিটে নিজের জোড়া গোল পূরণ করেন রুইজ। এরপর আর গোল না হলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।
প্রথমার্ধেই তিন গোল খেয়ে পিছিয়ে থেকে খানিকটা ভেঙে পড়েন রিয়ালের ফুটবলাররা। যার প্রভাবও পড়ে এমবাপ্পে-মিলিতাওদের ওপর।
বেশকিছু সুযোগ পেয়েও বল জালে জড়াতে ব্যর্থ হয় জাবি আলোনসোর শিষ্যরা। ম্যাচের শেষ দিকে এসে পর্তুগিজ ফুটবলার গনছালো রামোস গোল করলে ৪-০ গোলের হার নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের।
শিরোপার লড়াইয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে রোববার (১৩ জুলাই) পিএসজি লড়বে আরেক ইউরোপিয়ান জায়ান্ট চেলসির বিপক্ষে।