ফুটসাল: প্রবাসী ফুটবলারদের নতুন স্বপ্ন, লাল-সবুজ জার্সির হাতছানি

প্রস্তুতিতে ব্যস্ত তামজিদ-মুসারা
ফুটবল
এখন মাঠে
0

যেখানে শেষ হয় অপেক্ষা, সেখানেই শুরু হয় নতুন সম্ভাবনার গল্প। ৩০ জুন শেষ হওয়া প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের চূড়ান্ত ফল এখনো অজানা। কিন্তু সেই অনিশ্চয়তার ভিড়েই আলো হয়ে এসেছে ফুটসাল। আর বাংলাদেশি বংশোদ্ভূত দুই ফুটবলারই অংশ নিয়েছেন সম্প্রতি শেষ হওয়া ট্রায়ালে। স্বপ্ন দেখছেন সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান কাপ ফুটসালে লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর।

একজনের বেড়ে ওঠা বেলজিয়ামে, আরেকজনের মালয়েশিয়ায়। এরইমধ্যে একজন খেলেছেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বয়সভিত্তিক দলে। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন এ দুই প্রবাসী ফুটবলার তামজিদ ও মুসা।

সেপ্টেম্বরে ফুটসাল এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রবাসী ফুটবলারদের দিকে চোখ রাখছে বাফুফে। আর তাদের চোখে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলের স্বপ্ন দেখছেন তামজিদ-মুসারা।

মুসা বলেন, ‘সেপ্টেম্বরে আমাদের মালয়েশিয়ার সাথে খেলা হবে। সবাই দেখবেন। আমারা ভালো খেলার চেষ্টা করবো। আর আমি চেষ্টা করবো টিমের মাঝে থাকার। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলবো।’

স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের অনূর্ধ্ব-১৯ দল থেকে উঠে আসা তামজিদ মনে করেন, ফুটসালে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া আর বেলজিয়ামে বেড়ে ওঠা হলেও লাল-সবুজের ডাকে সাড়া দিতে মরিয়া তারা।

তামজিদ বলেন, ‘ফুটবল থেকে ফুটসালটা একটু কঠিন। কারণ আমাদের ১-২-১-২ করে খেলতে হয়, বডি মুভমেন্ট অনেক বেশি হয়। দক্ষতারও অনেক বিষয় থাকে এখানে। এখন দেখা যাক তারা কি বলে। আমরা অপেক্ষা করছি।’

তবে যে স্বপ্ন শুরু হয়েছিল সেই ট্রায়াল দিয়ে, তার পরিণতি এখনও অজানা। তিনদিনের স্বল্প সময়েও ফুটবলাররা দিয়েছেন তাদের সর্বোচ্চটা। এখন জানতে চান তাদের প্রচেষ্টা কতটা গুরুত্ব পাচ্ছে ডাটাবেজের বাইরেও?

তামজিদ বলেন, ‘প্রথম দিন ট্রায়ালে আমরা অনেক ভালো করেছি। তিন দিনে অনেক গ্রেজ ছিলো আমাদের জন্য। আমরা এখন আমাদের ফলাফল জানতে চাচ্ছি। যদি এ বছর না হয় তাহলে আবার চেষ্টা করবো সামনের বছরের জন্য।’

ট্রায়ালের কোচ ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামজিদ-মুসারা তাকিয়ে আছেন সামনের দিকে। কারণ ফুটবলের পথ বন্ধ হলেও ফুটসালেই খুলে যেতে পারে লাল-সবুজ জার্সির স্বপ্নের দরজা।

ইএ