সমর্থকদের ভাবনা এবং জোতাকে সম্মান জানাতেই এমন সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন ফেনওয়ে স্পোটর্স গ্রুপের ফুটবল বিষয়ক প্রধান নির্বাহী মাইকেল এডওয়ার্ডস।
ক্লাবটির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় পর্তুগিজ তারকার গেলো ৫ বছরের অসামান্য অবদানের স্বীকৃতি জানানোর পাশাপাশি সতীর্থ,সমর্থকদের আবেগকে মাথায় রেখে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। লিভারপুলের ইতিহাসে এই প্রথম এমন সম্মাননা দেয়া হলো কোনো ফুটবলারকে।
গেলো ৩ জুলাই স্পেনে গাড়ি দুর্ঘটনা মারা যান দিওগো জোতা। তার সঙ্গে থাকা ছোট ভাই ফুটবলার আন্দ্রে সিলভাও মারা যান দুর্ঘটনায়। পর্তগালে দ্বিতীয় স্তরের ক্লাব পেনাফিলে খেলতেন সিলভা।
আর ২০২০ সাল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স ফুটবল ক্লাব থেকে লিভারপুলে যোগ দেন জোতা। অল রেডদের হয়ে ১৮২ ম্যাচে গোল করেছেন ৬৫টি।