দুই দেশের গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৬ সালের ১৭ থেকে ২৫ মার্চের মধ্যে দুই দেশ একে অন্যের মুখোমুখি হবে। এর কয়েক মাস পরেই আছে বিশ্বকাপের ব্যস্ততা।
বৈশ্বিক আসরের আগে নিজেদের প্রস্তুতি যাচাই করতে ফিনালিসসিমার মতো বড় মঞ্চকে কাজে লাগাতে চায় স্পেন এবং আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন।
এর আগে ২০২৫ সালেই ফিনালিসসিমা আয়োজনের পরিকল্পনা থাকলেও খেলোয়াড়দের ব্যস্ততা এবং আন্তর্জাতিক ফুটবলের ব্যস্ত সূচির কারণে ম্যাচটিকে পিছিয়ে নেয়া হয়েছে ২০২৬ সালের মার্চে।